চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য দিদারুল আলম ও তার স্ত্রী মোসা. ইসমাত আরা বেগমের বিরুদ্ধে বিপুল অঙ্কের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ও মানিলন্ডারিংয়ের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) পৃথক দুটি মামলা করেছে। এতে দুই মামলায় ২০টি ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ৯৫০ কোটি টাকার সম্পদ নিয়ে অনুসন্ধান শুরু হয়েছে। এতে দুজনের অবৈধ সম্পদ মোট প্রায় ১৫ কোটি ৪৫ লাখ ৯৯ হাজার ৭৫৭ টাকার অস্তিত্ব মিলেছে বলে দুদকের দাবি। গতকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল মালেক এই দুটি এজাহার দায়ের করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দুদক চট্টগ্রাম-১ কার্যালয়ের উপসহকারী পরিচালক সবুজ হোসেন ও উপসহকারী পরিচালক মেরিন আক্তার। দুদকের এজাহারে বলা হয়েছে, সাবেক এমপি দিদারুল আলম অপরাধমূলক অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার ও অসাধু উপায়ে ১৩ কোটি ৯৮ লাখ ৩৯ হাজার ৩০৭ টাকার...