নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় নৌকায় রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে চেয়ারম্যান ঘাটে মেঘনা নদীর তীরে অবস্থান করা মাস্টার মাঝির মাছধরা নৌকায় এ দুর্ঘটনা হয়। বিস্ফোরণে নৌকাটিতে রান্নারত বাবুর্চি হেমা মাঝির (৬০) দুই হাত, দুই পা, বুক, পিটসহ শরীরের বিভিন্ন অংশ আগুনে ঝলসে গেছে। তিনি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর বসু গ্রামের আলী মিয়ার ছেলে। রাত ১০ টার দিকে তাঁকে জেলা সদরে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নয়ত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যাওয়ার পরমর্শ দেন জরুরি বিভাগের চিকিৎসক। পরে রাত সাড়ে ১২টার দিকে তাকে ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েন জরুরি বিভাগে কর্মরত ওয়ার্ডবয় জহির উদ্দিন। হাসপাতালে সার্জারি ওয়ার্ডে হেমা মাঝির...