সুনীল চন্দ্র বর্মণ বলেন, দিন দিন খরচ বাড়ছে, কিন্তু মন্দিরের সংখ্যা কমায় চাহিদা কমে গেছে। এ কারণে এখন আর তেমন লাভ হয় না, শুধু টিকে আছি বাপ-দাদার এ পেশায়। একটি প্রতিমা সেট তৈরিতে ১০-১৫ দিন সময় লাগে। এতে দুর্গার পাশাপাশি থাকছে অসুর, সিংহ, মহিষ, গণেশ, সরস্বতী, কার্তিক ও লক্ষ্মীর প্রতিমা। বর্তমানে এক সেটের মূল্য ধরা হচ্ছে ৩০-৪০ হাজার টাকা।স্থানীয় ডাকুয়ার দিঘি দুর্গা মন্দিরের সভাপতি সুধীর চন্দ্র বর্মণ জানান, গত বছর যেখানে প্রতিমা সেট পাওয়া গিয়েছিল ২৫ হাজার টাকায়, এ বছর তা কিনতে লাগছে ৩০-৩৫ হাজার টাকা।বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পীরগাছা উপজেলা শাখার সভাপতি তরুণ কুমার রায় বলেন, এ বছর উপজেলায় ৮৭টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিবছরের মতো এবারও এ উৎসব ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে উদযাপন হবে। স্থানীয় ডাকুয়ার দিঘি দুর্গা...