১২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৭ এএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৭ এএম প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, সৈয়দপুর রেলওয়ে কারখানায় জনবল বাড়িয়ে যন্ত্রপাতি এবং কাঁচামালের সংকট দূর করে উৎপাদন বাড়াতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। শেখ মইন উদ্দিন আরও বলেন ভারতের সহযোগিতায় সৈয়দপুর রেলওয়ে কারখানায় ক্যারেজ কারখানা নির্মাণে ইতিপূর্বে যে প্রকল্প নেওয়া হয়েছিল তা আপাতত বন্ধ রয়েছে। এছাড়া ভূমি জটিলতার কারণে রাজবাড়িতেও রেলওয়ে কারখানা নির্মাণের প্রকল্পটির কার্যক্রম বন্ধ রয়েছে। এ কারণেই সার্বিকভাবে সৈয়দপুর রেলওয়ে কারখানাকে প্রাধান্য দেওয়া হচ্ছে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বগি মেরামতে স্প্রিংসহ বিভিন্ন কাঁচামাল সংকট ও পর্যাপ্ত জনবল না থাকার বিষয়টি আমরা অবগত রয়েছি। এসব সংকট দ্রুত শেষ করা হবে জানিয়ে তিনি বলেন, কর্মকর্তা কর্মচারীদের পদোন্নতির বিষয়ে যেসব জটিলতা রয়েছে, তা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ...