এশিয়া কাপের প্রথম ম্যাচে দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ। হংকংয়ের বিপক্ষে ৭ উইকেটের বড় জয়ের দিন ম্যাচসেরা হয়েছেন টাইগার অধিনায়ক লিটন দাস। ১৫১ স্ট্রাইকরেটে খেলেন ৫৯ রানের ইনিংস। আর এই ইনিংস খেলার মধ্য দিয়ে নতুন এক রেকর্ড গড়েছেন লিটন দাস, যে রেকর্ডে সাকিবের মতো কিংবদন্তি ক্রিকেটারের অবস্থানও তার পেছনে।হংকং ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে লিটন জানিয়েছিলেন, ছক্কা মারার চেয়ে স্মার্ট ক্রিকেটেই বেশি মনোযোগ দিতে চান তিনি। নিজের সেই কথা রাখতেই যেন এদিন ছক্কা হাঁকাতে চাচ্ছিলেন না লিটন। জয় থেকে মাত্র ২০ রান দূরে থাকতে ব্যক্তিগত ৪২ রানে প্রথম ছক্কা হাঁকান টাইগার অধিনায়ক। আর তাতেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের ছক্কার রাজা এখন লিটন।হংকংয়ের বিপক্ষে মাঠে নামার আগে লিটনের নামের পাশে ছিল ৭৭ ছক্কা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সমানসংখ্যক ছক্কা মাহমুদউল্লাহরও। যৌথ নামের রেকর্ডটাকে হংকংয়ের...