জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনার দায়িত্ব পালন করতে গিয়ে জান্নাতুল ফেরদৌস নামের এক শিক্ষিকা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার ১২ সেপ্টেম্বর সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ভোট গণনার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তাকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিনেট ভবন থেকে এক ঘোষণায় জানানো হয়েছে: জান্নাতুল ফেরদৌস ১৫ নম্বর প্রীতিলতা হলের পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রভাষক ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন চারুকলা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক শামীম রেজা। তিনি বলেন, ‘ভোট গণনা অবস্থায় অসুস্থতা অনুভব করলে আমরা অ্যাম্বুলেন্সে করে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আমরা আমাদের...