এশিয়া কাপের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৯ উইকেটে উড়িয়ে মিশন শুরু করেছে ভারত। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিকরা ১৩.১ ওভারে ৫৭ রানে অলআউট হয়। কুলদীপ যাদব ৪ আর শিবম দুবে ৩ উইকেট নেন। জবাবে ৪.৩ ওভারে ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় ভারত। আগামী রোববার এশিয়া কাপের ব্লকবাস্টার ম্যাচে সূর্যকুমারদের প্রতিপক্ষ পাকিস্তান। সেই ম্যাচ নিয়ে পরিকল্পনা সাজাচ্ছে তারা।সংযুক্ত আরব আমিরাতকে উড়িয়ে দেওয়ার পর ভারতের অধিনায়ক বলেন, ‘আমরা সবাই ওই ম্যাচের দিকে তাকিয়ে রয়েছি। দলের সবাই খুব উত্তেজিত। আমরা আরও একটা ভালো ম্যাচ খেলতে চাই। ম্যাচটি খেলার অপেক্ষায় রয়েছি আমরা।’ মাত্র ১৩ বলে ৭ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন কুলদীপ। তিনি বলেন, ‘বোলিং এবং ফিটনেস নিয়ে পরিশ্রম করেছি। ফিটনেসের জন্য কৃতিত্ব প্রাপ্য আমাদের ট্রেনার অ্যাড্রিয়ান লেরুর। এই ম্যাচে আসলে সব...