জয়ের জন্য শেষ বলে বারবাডোজ রয়্যালসের প্রয়োজন দুই রান। বল হাতে ছুটলেন জেসন হোল্ডার। স্টাম্পের বেশ দূর থেকে করলেন ডেলিভারি, নিখুঁত ইয়র্কার। বল লাগল ব্যাটসম্যানের প্যাডে। জোরাল আবেদনে আম্পায়ার আঙুল তুলে দিতেই খ্যাপাটে দৌড়ে দিগ্বিদিক ছুটতে থাকলেন হোল্ডার। ধারাভাষ্যকার তখন চিৎকার করে চলেছেন, “বারবাডোজ থেকে এসে বারবাডোজের বিপক্ষে… প্যাট্রিয়টসের আশা বাঁচিয়ে রাখলেন জেসন হোল্ডার… হাজারো বারবাডিয়ানের হৃদয় থেকে ছিনিয়ে নিলেন তিনি প্লেঅফের আশা…।” হ্যাঁ, বারবাডোজেরই সন্তান হোল্ডার। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ক্যারিয়ারে আগের ১০ মৌসুমের সবকটি খেলেছেন বারবাডোজ রয়্যালসের হয়েই। এবার ঠিকানা বদল করার পর তার হাতেই সমাপ্তি হলো বারবাডোজের প্লেঅফ সম্ভাবনার। রোমাঞ্চ-উত্তেজনার উথাল-পাথাল স্রোতে ভেসে ১ রানের জয়ে সিপিএলে প্লেঅফের আশা জিইয়ে রাখল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। অথচ শেষ ওভারটি হোল্ডার শুরু করেছিলেন প্রথম বলে ছক্কা হজম করে।...