যুক্তরাষ্ট্রের রক্ষণশীল সমাজকর্মী চার্লি কার্কের সন্দেহভাজন হত্যাকারীর ছবি ও ভিডিও বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) প্রকাশ করেছেন তদন্তকারী কর্মকর্তারা। এছাড়া, তারা একটি রাইফেল খুঁজে পেয়েছেন যা হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। সন্দেহভাজন ব্যক্তির ঝাপসা একটি ছবি প্রকাশ করেছে এফবিআই। ছবিতে থাকা ব্যক্তির পরনে ছিল কালো জামা, কালো সানগ্লাস ও গাঢ় রঙের টুপি। তার পোশাকে যুক্তরাষ্ট্রের পতাকার ওপরে উড়ন্ত একটি ঈগলের প্রতীক ছিল। হত্যাকারীর গ্রেফতারে তথ্য দিয়ে সহায়তার জন্য এক লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছে এফবিআই। সন্দেহভাজন হত্যাকারীর পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। তবে সামাজিক মাধ্যমে তার রাজনৈতিক মতাদর্শ নিয়ে জল্পনা-কল্পনা চলছে।গত বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান শিবিরের হয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারণা চালিয়েছিলেন কার্ক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকে তরুণদের ভোট টানার দিকে তার যথেষ্ট...