ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের হামলা এবং অবরোধের কারণে মানবিক বিপর্যয় আরও গভীর হয়েছে। গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বিমান হামলায় অন্তত বাহাত্তর জন নিহত হয়েছেন। একই সময়ে ক্ষুধা ও অপুষ্টিতে আরও সাতজন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে একজন শিশু। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় চৌষট্টি হাজার সাত শত আঠারো জনে। কেবল গত একদিনে হাসপাতালে পৌঁছেছে বাহাত্তর জনের মরদেহ এবং আহত হয়েছেন তিন শত ছাপ্পান্ন জন। বর্তমানে ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে থাকা বহু মৃতদেহ উদ্ধারকর্মীরা তুলতে পারছেন না। ত্রাণ সংগ্রহের সময়ও চলছে রক্তপাত। গত ২৪ ঘণ্টায় ত্রাণ নিতে গিয়ে ইসরাইলি সেনাদের গুলিতে নয় জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং অন্তত সাতাশি জন আহত। এ নিয়ে গত...