আবারও আলোচনায় উঠে এসেছে আর্জেন্টিনার দুই সাবেক তারকা ফুটবলার আনহেল ডি মারিয়া ও এজেকুয়েল ‘পোচো’ লাভেজ্জির বন্ধুত্ব। রোজারিও সেন্ট্রালে ডি মারিয়ার সঙ্গে দেখা করতে গেলে আর্জেন্টিনার এই বিশ্বকাপজয়ী তারকা লাভেজ্জিকে অটোগ্রাফসহ একটি জার্সি উপহার দিয়েছেন, যা লাভেজ্জি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রামে দেওয়া সেই পোস্টে লাভেজ্জি তার ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের সতীর্থ ডি মারিয়াকে নতুন এক নামে সম্বোধন করেন, যা এর আগে কখনও প্রকাশ্যে শোনা যায়নি। তিনি লেখেন, ‘উপহারের জন্য ধন্যবাদ “পিনোচো”। সবসময়ই তোমার ও তোমার পরিবারের সঙ্গে দেখা করে ভালো লাগে।’ ডি মারিয়াও জবাবে লেখেন, ‘তোমাকেও ধন্যবাদ বন্ধু, তোমাকে ভালোবাসি।’ ডি মারিয়ার ‘পিনাচো’ নামটি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে সামাজিক মাধ্যমে, ভক্তদের মাঝে তৈরি হয় কৌতূহল। তবে দুজনের কেউই রহস্য পরিস্কার করেননি। মানসিক স্বাস্থ্য সমস্যার কারণে চিকিৎসাধীন থাকার পর বর্তমানে সুস্থতার...