ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে ২৭ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। অভ্যুত্থান ও গণতান্ত্রিক শাসনব্যবস্থা উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়। স্থানীয় সময় বৃহস্পতিবার দেওয়া এ রায়ে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির মধ্যে চারজন বলসোনারোর দোষ প্রমাণিত হয়েছে বলে মত দেন। তবে একজন বিচারপতি তাকে খালাস দেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালের নির্বাচনে বামপন্থী প্রার্থী লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে পরাজয় এড়াতে ষড়যন্ত্রের নেতৃত্ব দিয়েছিলেন বলসোনারো। তাকে বিরুদ্ধে পাঁচটি গুরুতর অভিযোগ আনা হয়, যার সবগুলোতেই তিনি দোষী সাব্যস্ত হন। অভিযোগগুলো হলো— সশস্ত্র অপরাধমূলক ষড়যন্ত্র, গণতান্ত্রিক শাসনব্যবস্থা ধ্বংসের চেষ্টা, অভ্যুত্থানের ষড়যন্ত্র, সরকারি সম্পত্তি ধ্বংস ও সংরক্ষিত জাতীয় ঐতিহ্যবাহী স্থানে ক্ষতি সাধন। ২০২৩...