এশিয়া কাপে বাংলাদেশের শুরুটা হয়েছে কাঙ্ক্ষিত জয় দিয়েই। নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে ৭ উইকেটে জিতেছে লিটন দাসের দল। কিন্তু হংকংয়ের দেওয়া ১৪৪ রানের লক্ষ্যে পৌঁছাতে ১৭.৪ ওভার লেগে যায় তাদের। জয় ছাপিয়ে কথা উঠেছে ছোট প্রতিপক্ষ হংকংয়ের বিপক্ষে দ্রুত রান তাড়া করে রানরেটে এগিয়ে থাকতে পারতো কি না বাংলাদেশ। তবে তাওহিদ হৃদয় জানালেন, রান রেটের আগে তাদের চিন্তা ছিল জয় নিশ্চিত করা। হংকংয়ের বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে কথা বলেন হৃদয়। তিনি জানিয়েছেন, তাদের লক্ষ্য ছিল ‘স্মার্ট ক্রিকেট’ খেলা। আগে জয় নিশ্চিত করা, নেট রান রেটের চিন্তা পরে। তিনি মনে করেন, ম্যাচ জেতাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর অপ্রয়োজনীয় ঝুঁকি না নিয়েই দল সেই কাজটি করেছে। হৃদয় বলেন, ‘হংকংয়ের মতো দলের সঙ্গে কি আমরা হারার জন্য মাঠে নামব? আমাদের টার্গেট থাকবে...