১২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৭ এএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৯ এএম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পদ্মা নদীর ভয়াবহ ভাঙনে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি অগ্রবর্তী ক্যাম্প রাতারাতি নদীগর্ভে তলিয়ে গেছে। বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে চিলমারী ইউনিয়নের উদয়নগর সীমান্তচৌকির প্রায় দুই-তৃতীয়াংশ অংশ পদ্মার প্রবল স্রোতে বিলীন হয়। বৃহস্পতিবার সকালে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ জানান, কয়েক দিন আগে ভাঙনের আশঙ্কায় ক্যাম্পের সদস্য ও সরঞ্জাম নিরাপদে পাশের চর চিলমারী ক্যাম্পে সরিয়ে নেওয়া হয়েছিল। বর্তমানে ওই চর চিলমারী বিওপি থেকেই সীমান্ত টহল অব্যাহত রয়েছে। স্থানীয়রা জানাচ্ছেন, শুধু বিজিবি ক্যাম্প নয়, আশপাশের ঘরবাড়ি ও বহু আবাদি জমিও নদীতে হারিয়ে গেছে। কয়েক দিনের ব্যবধানে শত শত বিঘা জমি পদ্মার পেটে চলে গেছে। আতারপাড়া, বাংলাবাজারসহ একাধিক গ্রাম এবং কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান...