১২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৯ এএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৯ এএম মহাকাশ কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিদ্বন্দ্বিতা দিন দিন তীব্র হচ্ছে। এবার চীনের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এই প্রতিযোগিতাকে আরও স্পষ্ট করে তুলেছে। বৈধ ভিসা থাকা সত্ত্বেও চীনা নাগরিকদের গবেষণা কাজ থেকে বিরত রাখা হচ্ছে, যা দুই পরাশক্তির মধ্যে সম্পর্কের টানাপোড়েনের নতুন দৃষ্টান্ত। বুধবার নাসা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে, তারা চীনা নাগরিকদের তাদের বিভিন্ন স্থাপনা, সরঞ্জাম ও নেটওয়ার্কে প্রবেশাধিকার সীমিত করেছে। বিষয়টি প্রথম প্রকাশ করে ব্লুমবার্গ নিউজ, পরে নাসা বিষয়টি স্বীকার করে। নাসার প্রেস সেক্রেটারি বেথানি স্টিভেন্স বার্তা সংস্থা এএফপিকে জানান, কাজের নিরাপত্তা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এর পেছনে মূল প্রেক্ষাপট হলো, যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময় থেকে চীনবিরোধী মনোভাব তীব্র...