সিনেট ভবনে সারা রাতের পর এখনো চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা। আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর নাগাদ ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম। এর আগে গতকাল (১১ সেপ্টেম্বর) সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয় জাকসু নির্বাচনে। তবে এই সময়ে যারা ভোটকেন্দ্রে উপস্থিত ছিলেন তাদের ভোট নেওয়া হয় নির্ধারিত সময়ের পরও। ৩৩ বছর পরঅনুষ্ঠিত জাকসু নির্বাচনে এবার মোট ভোটার ছিলেন ১১ হাজার ৯১৯ জন। নির্বাচনে ভোট পড়েছে মোট ৮ হাজার ১৬টি। ভোটের হার ৬৭ দশমিক ৯ শতাংশ। গতকাল রাত সাড়ে ১১টার দিকে জাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলমজানান, ভোট গণনা করতে সারা রাত লেগে...