১২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২১ এএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২২ এএম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিবিরের বড় ধরনের জয় শুধু বাংলাদেশের জন্য নয়, ভারতের ভবিষ্যতের জন্যও উদ্বেগজনক হতে পারে—এমনটাই মন্তব্য করেছেন ভারতের কংগ্রেস নেতা ও প্রখ্যাত রাজনীতিবিদ শশী থারুর। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে তিনি এ নিয়ে স্পষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন। ২০২৫ সালে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে শিবিরের অপ্রত্যাশিত সাফল্য রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। থারুর মনে করছেন, বাংলাদেশের দুটি প্রধান রাজনৈতিক শক্তি—আওয়ামী লীগ (যা বর্তমানে নিষিদ্ধ) ও বিএনপি—উভয়ের প্রতি সাধারণ মানুষের আস্থা হারানোর কারণে ভোটাররা বিকল্প হিসেবে জামায়াতে ইসলামীর দিকে ঝুঁকছেন। বিষয়টি ভারতের জন্যও তাৎপর্যপূর্ণ, কারণ প্রতিবেশী দেশে রাজনৈতিক সমীকরণের পরিবর্তন ভারতের অভ্যন্তরীণ ও আঞ্চলিক নীতিতে প্রভাব ফেলতে পারে। শশী থারুর তার পোস্টে লিখেছেন, অধিকাংশ ভারতীয়...