ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় আরও ৭২ জন নিহত ও ৩৫৬ জন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের গণহত্যা শুরুর পর থেকে এ পর্যন্ত কমপক্ষে ৬৪ হাজার ৭১৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন আরও এক লাখ ৬৩ হাজার ৮৫৯ জন। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, উদ্ধারকারীরা পৌঁছাতে না পারায় অনেক ভুক্তভোগী এখনো ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় আটকা পড়ে আছেন। এদিকে গত ২৪ ঘণ্টায় মানবিক সাহায্য পেতে গিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে ৯ জন ফিলিস্তিনি নিহত ও ৮৭ জনেরও বেশি আহত হয়েছেন। ২৭ মে থেকে সাহায্য চাইতে গিয়ে মোট নিহতের সংখ্যা পৌঁছেছে দুই হাজার ৪৬৫ জনে। এছাড়া আহত হয়েছেন আরও ১৭ হাজার ৯৪৮ জনেরও বেশি ফিলিস্তিনি। গত ২৪ ঘণ্টায় অপুষ্টি ও অনাহারে...