নেদারল্যান্ডসে একটি স্থানীয় ডাচ পরিবেশ সংস্থা জানিয়েছে, ক্যানআডেলার কোম্পানি পরিচালিত খামারটি যদি নির্ধারিত সময়ের মধ্যে গাঁজার তীব্র গন্ধ নিয়ন্ত্রণ করতে না পারে, তবে জরিমানা কিংবা স্থায়ীভাবে বন্ধ হওয়ার ঝুঁকিতে পড়বে। সপ্তাহের শুরুতে আদালতের রায়ের পর স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। এটি বিশ্বের অন্যতম বৃহৎ বৈধ গাঁজা উৎপাদন কেন্দ্র।সংবাদমাধ্যমসিএনএনএক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।ক্যানআডেলার কোম্পানি পরিচালিত এ খামারটি নেদারল্যান্ডসের দ্বিতীয় বৃহত্তম শহর রটারড্যামের পশ্চিমে অবস্থিত। ২০২৩ সালে কয়েকটি কোম্পানিকে কঠোর শর্তে সরকারি অনুমোদনের আওতায় গাঁজা চাষের অনুমতি দেওয়া হয়। তারই অংশ হিসেবে এই বিশাল ফার্মটি চালু হয়। তবে উদ্বোধনের পর থেকেই পার্শ্ববর্তী শত শত বাসিন্দার কাছ থেকে গন্ধজনিত অভিযোগ জমা পড়তে থাকে।চলতি বছরের আগস্ট পর্যন্ত প্রায় ৩০০ বাসিন্দার কাছ থেকে মোট দুই হাজারের বেশি অভিযোগ এসেছে বলে পরিবেশ সুরক্ষা সংস্থা ডিসিএমআর জানিয়েছে।...