আমাদের সমাজে একটা কথা বারবারই শোনা যায় যে, ‘নারীকে পুরুষের বাঁ পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে।’ অনেকে আবার একে হাদিস ভেবে নিঃসন্দেহে প্রচার করে থাকেন। অনেক কবি-লেখক তো ‘বাঁ পাঁজরের হাড়’ নামে বেশ গল্প-কবিতাও লিখছেন। এমনকি এই নামে পুরো গ্রন্থও রচনা করতে দেখা গেছে।বলা হয়, নারীকে মাথার হাড় থেকে সৃষ্টি করা হয়নি যেন সে তার স্বামীর ওপর আধিপত্য বিস্তার না করে, আবার পায়ের হাড় থেকেও সৃষ্টি করা হয়নি যেন তাকে তুচ্ছ করা না হয়। বরং নারীকে বাঁ পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে, যাতে তাকে বুকের কাছাকাছি ভালোবেসে রাখা যায়।কথাটা শুনতে যতটা আবেগী ও রোমান্টিক শোনায়, বাস্তবে ততটাই বিভ্রান্তিকর। কারণ কোরআন-হাদিসের কোথাও এ ধরনের বক্তব্য নেই। রাসুলুল্লাহ (সা.)-এর মুখ নিঃসৃত কোনো বাণীও নয় এটি। বরং গবেষক আলেমরা দাবি করছেন,...