টালিউড সুপারস্টার দেব এবার বড় পর্দায় হাজির হচ্ছেন এক ভিন্ন চরিত্রে। আগামী ২৬ সেপ্টেম্বর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রঘু ডাকাত’ মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে । ঐতিহাসিক পটভূমিতে নির্মিত এই সিনেমায় দেবকে দেখা যাবে কুখ্যাত দস্যু রঘুর ভূমিকায়।পরিচালক সৌমেন ঘোষ ছবিটি নির্মাণ করেছেন বাংলার ১৮০০ শতকের প্রেক্ষাপটে। সে সময়কার সামাজিক বৈষম্য, দমননীতি আর প্রান্তিক মানুষের সংগ্রামের গল্প উঠে এসেছে কাহিনিতে। দস্যু রঘুর চরিত্রে দেবের লুক প্রকাশের পর থেকেই ছবিটি নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে।এই সিনেমায় দেবের বিপরীতে অভিনয় করেছেন টলিউড অভিনেত্রী ইধিকা পাল। আরও অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার, ইধিকা পাল, রূপা গঙ্গোপাধ্যায়, ওম সাহানির মত তারকা।এদিকে উত্তরবঙ্গে প্রচারের মধ্যে ক্যামেরাবন্দি হল সুপারস্টার সাংসদের রঙিন সব মুহূর্ত। মালদা, রায়গঞ্জ হয়ে ‘রঘু ডাকাত’ টিম নিয়ে শিলিগুড়িতে পৌঁছে গিয়েছেন দেব। প্রচার করতে গোটা বাংলায় ঘুরছেন...