ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে সামরিক অভ্যুত্থান ষড়যন্ত্রের দায়ে ২৭ বছরের বেশি কারাদণ্ড দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। ২০২২ সালের নির্বাচনে পরাজয়ের পর ক্ষমতায় টিকে থাকার ষড়যন্ত্রে নেতৃত্ব দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এই রায় ঘোষণা করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচ বিচারকের একটি বেঞ্চে চারজন তাকে দোষী সাব্যস্ত করেন, একজন খালাসের পক্ষে ভোট দেন। রায়ে বলসোনারোকে ২৭ বছর ৩ মাসের কারাদণ্ডের পাশাপাশি ২০৩৩ সাল পর্যন্ত সব ধরনের সরকারি পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ৭০ বছর বয়সী সাবেক এ প্রেসিডেন্ট বর্তমানে গৃহবন্দি। পালিয়ে যাওয়ার ঝুঁকি থাকায় আদালত আগে থেকেই তাকে এভাবে আটক রাখার নির্দেশ দিয়েছিল। তবে রায়ের চূড়ান্ত শুনানিতে তিনি সরাসরি উপস্থিত ছিলেন না। রায় ঘোষণার পর বলসোনারোর আইনজীবীরা একে ‘অতিরিক্ত কঠোর’ বলে উল্লেখ করে...