জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। ফল প্রকাশের কথা রয়েছে শুক্রবার (১২ সেপ্টেম্বর)। এদিকে বৃহস্পতিবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটক ও আশপাশে ছাত্রশিবিরের সমর্থকদের উপস্থিতি দেখা গেছে। রাত ১২টা থেকে ২টা পর্যন্ত ডেইরি গেট, প্রান্তিক গেট ও বিশমাইল গেট এলাকায় প্রায় পাঁচ শতাধিক সমর্থককে অপেক্ষা করতে দেখা যায়। কেন এসময় তারা সেখানে অবস্থান করছেন—জানতে চাইলে কয়েকজন সমর্থক বলেন, ডাকসুর পর যদি জাকসুতেও শিবির ভালো ফল করে, তা সারা দেশে আলোড়ন তুলতে পারে। সেই উচ্ছ্বাস থেকেই তারা এখানে এসেছেন এবং ফলাফল জানার পরই ফিরে যাবেন। রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে আসেন জামায়াতে ইসলামীর ঢাকা-১৯ আসনের এমপি প্রার্থী মাওলানা আফজাল হোসাইন। তার সঙ্গে ছিলেন আরও ১৫–২০ জন নেতা-কর্মী। তিনি জানান, ১৫ নম্বর ছাত্রী হলে ছাত্রদলের ভিপি...