অথচ, এ ব্যাপারে হাদিস শরিফে কঠোর হুঁশিয়ারি এসেছে। হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ‘কিয়ামতের দিন ছবি অঙ্কনকারীরা আল্লাহর কাছে সবচেয়ে বেশি শাস্তির সম্মুখীন হবে।’ (সহিহ বুখারি, হাদিস : ৫৯৫০) অন্য আরেকটি হাদিসে হজরত আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত রয়েছে, রাসুল (সা.) বলেন, ‘নিশ্চয়ই যারা এ সব ছবি আঁকে তাদের কিয়ামতের দিন শাস্তি দেওয়া হবে এবং বলা হবে, তোমরা তোমাদের সৃজিত বস্তুতে (পারলে) প্রাণ সঞ্চার করো।’ (সহিহ বুখারি, হাদিস : ৫৯৫১) তৎকালীন যুগে যেহেতু ছবি তোলার ব্যবস্থা ছিল না; বরং অঙ্কন করা হত, এজন্য হাদিসে এ বিষয়টি উল্লেখ করা হয়েছে। প্রাণীর ছবি অঙ্কন করা নাজায়েজ হলেও গাছ-তরুলতা ও প্রাণীর ছবিযুক্ত প্রাকৃতিক দৃশ্যাবলি আঁকা জায়েজ। শুধু তাই নয়; এ ধরনের চিত্র ঘরে সাজিয়ে...