আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামল ছিল লুটতন্ত্রের। আওয়ামী লীগের কিছু ব্যক্তি যেভাবে পেরেছে দুর্নীতি করেছে।হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে দেশের অর্থনীতিতে খোবলা করে দিয়েছে। এই লুটতন্ত্রে যারা শীর্ষ লুটেরা ছিল, তাদের অন্যতম একজন হলেন শাজাহান খান। কাগজে কলমে তিনি একজন পরিবহন শ্রমিক নেতা। তার বৈধ কোনো আয়ের উৎস ছিল না। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এলেই তিনি যেন পেয়ে যান ‘আলাদিনের চেরাগ’। ঋণগ্রস্ত ব্যক্তি হয়ে যান হাজার কোটি টাকার মালিক। শাজাহান খান একসময় আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের নেতা হলেও পরে তিনি জাসদে যোগ দেন। জাসদের প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করেন। জাসদের সশস্ত্র সংগঠন গণবাহিনীর সদস্য ছিলেন। ১৯৯১ সালে যোগ দেন আওয়ামী লীগে। এরপর আর তার পেছনে তাকাতে হয়নি। দ্রুতগতিতে ঘুরতে থাকে ভাগ্যের চাকা। তৈরি হয় ক্ষমতার বলয়।...