আরইবি-পিবিএস সংকট সমাধানে বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খানের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন (বিপিএ)। সংগঠনটি জানিয়েছে, তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত গণছুটি কর্মসূচি চলবে। বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর এক বার্তায় পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন এ প্রতিবাদ জানায়। বার্তায় বলা হয়, বিদ্যুৎ উপদেষ্টা মূল সমস্যার সমাধানে কোনো দিকনির্দেশনা না দিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) সরবরাহকৃত বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে মন্তব্য করেছেন। পাশাপাশি যৌক্তিক দাবি উপেক্ষা করে আন্দোলনরত কর্মীদের ‘দেশবিরোধী শক্তি’ হিসেবে চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অ্যাসোসিয়েশন আরও জানায়, আরইবি কর্মীদের দমন-পীড়ন ও হয়রানিমূলক বদলি চালিয়ে যাচ্ছে। এমনকি পূর্বে গঠিত কমিটির সুপারিশ বাস্তবায়ন না করে উল্টো বরখাস্ত ও চাকরিচ্যুতির মতো পদক্ষেপ নেওয়া হয়েছে। চলমান আন্দোলনে এখন পর্যন্ত শতাধিক কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা, বরখাস্ত ও বদলির ঘটনা ঘটেছে।...