তিনি বলেন, ‘‘ভেনিসে বিগত বছরগুলোতে অনেক নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। গত বছর পরীক্ষামূলকভাবে শহরে প্রবেশের জন্য ফি চালু করা হয়েছিল, যা এ বছরও আবার চালু করা হবে। এটা যারা একদিনের জন্য শহরে ঘুরতে আসেন তাদের জন্য বেশি করা হচ্ছে এই আশায় যে যাতে দৈনিক পর্যটকের সংখ্যা কমে যায়।’’ একদিনের জন্য ভেনিসে আসা পর্যটকদের এখন কোনো কোনোদিন দশ ইউরো অবধি এন্ট্রি ফি দিতে হবে। তবে এই অর্থ পর্যটকদের সংখ্যা কমাবে কি না তা এখনো নিশ্চিত নয়। গত বছর থেকে ট্যুর গ্রুপের আকারও সীমিত করে শহর কর্তৃপক্ষ। জ্যুসেপিনা জ্যদিছে বলেন, ‘ট্যুর গাইডসহ একটি টিমে সদস্য সংখ্যা ২৫ জন হতে হবে। আগে এটা আরো অনেক বেশি- ৫০ জন অবধি হতে পারতো। আমি বিশাল গ্রুপ দেখেছি। কিছু এজেন্সি এর ফলে ক্ষতিগ্রস্ত হবে কারণ...