মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের সব ম্যাচ এবার পরিচালনা করবেন নারী আম্পায়ার। ম্যাচ রেফারিও থাকবেন সব নারী। বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ১৪ জন নারী আম্পায়ারের সঙ্গে থাকবেন চারজন ম্যাচ রেফারি। বাংলাদেশের সাথিরা জাকির জেসি নারী আম্পায়ারদের তালিকায় জায়গা করে নিয়েছেন। মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি ২০ বিশ্বকাপে খেলা পরিচালনার দায়িত্ব পালনের পর সাথিরার মুকুটে যোগ হলো আরেকটি পালক। আগামী ৩০ সেপ্টেম্বর ভারতের বেঙ্গালুরুতে শুরু হবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ভারত ও শ্রীলংকা যুগ্মভাবে টুর্নামেন্টের আয়োজন করবে। চারজন ম্যাচ রেফারির সঙ্গে ১৪ জন নারী আম্পায়ার মোট ৩১ জন ম্যাচ পরিচালনা করবেন। এই প্রথম কোনো ওয়ানডে বিশ্বকাপের সব ম্যাচ অফিসিয়াল থাকছেন নারী। এই ইতিহাসের অংশ হচ্ছেন বাংলাদেশের সাথিরা জাকির জেসি। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার হবেন তিনি। বাংলাদেশের নারী ক্রিকেটের অনেক প্রথমের অংশ...