১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৪ এএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৭ এএম ফিলিস্তিনে ইসরায়েলি বিমান হামলায় নিহতদের জানাজায় যোগ দিয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি দৃঢ় সংহতির বার্তা দিয়েছেন। এই জানাজায় ফিলিস্তিনি নিহতদের মরদেহ জাতীয় পতাকায় মোড়ানো হয়, পাশাপাশি কাতারের সেনাবাহিনীর এক সদস্যকেও রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের প্রস্তুতি নেওয়া হয়। ঘটনাটি শুধু কাতার নয়, গোটা আরব বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) কাতারের রাজধানী দোহায় ইমাম আব্দুল ওয়াহাব মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। ৯ সেপ্টেম্বর ইসরায়েলের চালানো বিমান হামলায় অন্তত ছয়জন প্রাণ হারান। হামলার মূল লক্ষ্য ছিল ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের শীর্ষ নেতারা, তবে তারা বেঁচে যান। হামলার উদ্দেশ্য ছিল হামাস নেতা খলিল আল-হায়া ও তার ঘনিষ্ঠ সহযোগীদের হত্যা করা। যদিও তাদের প্রাণ রক্ষা পায়, তবুও...