সম্প্রতি চীনা সাংবাদিক সান লিন পুলিশের হাতে মারা যাওয়ার পর তার মৃত্যু নিয়ে অনলাইনে আলোচনা শুরু হয়েছিল। কিন্তু দ্রুতই তা মুছে ফেলা হয়। প্রযুক্তির নতুন যুগে সরকারগুলো এখন কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এসব তথ্য খুব দ্রুত শনাক্ত করে সরিয়ে ফেলতে পারে।এসব দেখে দক্ষিণ এশিয়াবিষয়ক একজন উপদেষ্টা শন কিং মন্তব্য করেছেন, ‘চীনের নেতারা হয়তো এখন নেপালের নেতাদের দিকে তাকিয়ে হাসছেন—ভাবছেন, ধন্য আমরা, আমাদের তরুণরা জানেই না, তারা কী হারিয়েছে।’তবে শুধু স্বৈরতান্ত্রিক রাষ্ট্রেই নয়, আজকের দিনে গণতন্ত্রের দাবিদার দেশগুলোও নিজেদের মতো করে কণ্ঠরোধের নানা পন্থা নিচ্ছে। ২০২৪ সালে ফ্রিডম হাউস প্রকাশিত ‘ফ্রিডম অন দ্য নেট’ প্রতিবেদনে উঠে এসেছে, গত ১৪ বছর ধরে বিশ্বজুড়ে ইন্টারনেট স্বাধীনতা ধারাবাহিকভাবে কমে আসছে। এ প্রতিবেদনে অংশগ্রহণকারী মানুষের মাত্র ১৭ শতাংশ ‘পূর্ণাঙ্গ মুক্ত ও উন্মুক্ত ইন্টারনেট’ ব্যবহারের সুবিধা পাচ্ছেন...