ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে মন্তব্য করায় ভারতের কংগ্রেস নেতা শশী থারুর ধুয়ে দিয়েছেন ‘প্রতিরোধ পর্ষদ’ প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী মেঘমল্লার বসু। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব বক্তব্য দেন। পোস্টে মেঘমল্লার লেখেন, তিনি নিশ্চিত তার বার্তা শশী থারুরের কাছে পৌঁছাবে না। আর যদি পৌঁছায়ও, থারুর সেটিকে গুরুত্ব দেবেন না, কারণ তার ইংরেজি শশী থারুরের মতো সাবলীল নয়। তবে তিনি নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে দাবি করে বলেন, সাম্প্রতিক ডাকসু নির্বাচনে রাষ্ট্রীয় সংস্থার হস্তক্ষেপ, ক্রমবর্ধমান ইসলামোফ্যাসিবাদী প্রবণতা এবং বিপুল অর্থ ও পেশিশক্তির ব্যবধান সত্ত্বেও তিনি প্রায় পাঁচ হাজার ভোট পেয়েছেন। বাংলাদেশের দক্ষিণপন্থী রাজনীতি নিয়ে থারুরের মন্তব্যের সমালোচনা করে মেঘমল্লার লেখেন— আপনার যে পর্যবেক্ষণ, মানুষ বড় দলগুলোর দুর্নীতিতে ক্লান্ত হয়ে...