১২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০০ এএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০১ এএম ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলার পাশাপাশি দুর্ভিক্ষ ও অনাহারে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা। গত একদিনে হামলায় এবং ক্ষুধায় আরও অনেক মানুষ প্রাণ হারিয়েছেন। বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জানানো হয়, গাজায় ইসরায়েলি হামলা ও অনাহারে মৃতের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৭২ জন নিহত হয়েছেন। এছাড়া ক্ষুধা ও অপুষ্টিতে মারা গেছেন আরও সাতজন, যাদের মধ্যে একজন শিশু। মূলত ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া যুদ্ধের পর থেকে ইসরায়েলের অবরোধ ও সীমান্ত বন্ধ করে দেওয়ায় গাজার ২৪ লাখ মানুষ ভয়াবহ দুর্ভিক্ষে ভুগছে। আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ হাজার ৭১৮ জনে। এর মধ্যে কেবল গত একদিনেই...