১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১০ এএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১২ এএম সামাজিক যোগাযোগমাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে (কুবি) ঘিরে বিভ্রান্তি ছড়াচ্ছে একটি ভুয়া ফেসবুক পেজ। 'bd24time. com' নামের পেজটি শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়কে জড়িয়ে একটি পোস্ট দেয়, যার ক্যাপশন ও ভেতরের লিংকের সংবাদ পরস্পরবিরোধী। পেজে দেওয়া পোস্টের ক্যাপশনে লেখা ছিল "কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে খালাকে নিয়ে রুম ডেট! খবর প্রকাশের জেরে লাইট বন্ধ করে সাংবাদিকদের হেনস্তা।" তবে পোস্টের কমেন্ট বক্সে সংযুক্ত লিংকে প্রবেশ করলে দেখা যায়, সেটি আসলে 'দ্য ডেইলি ক্যাম্পাস' এ প্রকাশিত অন্য আরেকটি খবর। সেই প্রতিবেদনের শিরোনাম "খবর প্রকাশের জেরে লাইট বন্ধ করে মব সৃষ্টি করে সাংবাদিকদের হেনস্তা।" প্রায় দেড় ঘণ্টা পর ভুয়া পেজ থেকে পোস্টটি সরিয়ে নেওয়া হয়। পেজটি ঘুরে দেখা যায়, সেখানে ১.৩ মিলিয়ন অনুসারী থাকলেও বেশির...