১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৮ এএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৯ এএম লাতিন আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিলের রাজনৈতিক অঙ্গনে এক বড় ঘটনা ঘটেছে। দেশটির সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোকে সামরিক অভ্যুত্থানের চেষ্টার অভিযোগে আদালত ২৭ বছরের বেশি কারাদণ্ড দিয়েছেন। এ রায়কে ব্রাজিলের ইতিহাসে গণতন্ত্র রক্ষার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ব্রাজিলের সুপ্রিম কোর্ট স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এই রায় ঘোষণা করে। মামলাটি মূলত ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনের পর বলসোনারোর আচরণকে কেন্দ্র করে। নির্বাচনে তিনি লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে পরাজিত হওয়ার পর অবৈধভাবে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ ওঠে। সেই সময় তিনি দেশের নির্বাচনি প্রক্রিয়া, বিশেষ করে ইলেকট্রনিক ভোটিং সিস্টেমকে প্রশ্নবিদ্ধ করে নানা দাবি ছড়িয়ে দেন। এই কর্মকাণ্ডকেই সামরিক অভ্যুত্থানের প্রচেষ্টা হিসেবে দেখা হয়। আলজাজিরার...