ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ এবার পা রাখলেন বলিউডে। কলকাতার নির্মাতা সৌমিক সেন পরিচালিত ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’তে অভিনয় করেছেন তিনি। সিরিজটি ১৩ সেপ্টেম্বর সনি লিভে মুক্তি পাবে।ভারতের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভ সম্প্রতি তাদের আসন্ন প্রজেক্টগুলোর ফার্স্ট লুক প্রকাশ করেছে। সেখানে একঝলক দেখা গেছে শুভকেও। সত্তরের দশকের আবহে সাজানো লুকে তাকে দেখে দর্শক এরই মধ্যে চমকে গেছেন।কয়েক সেকেন্ডের ঝলকে শুভকে একাধিক রেট্রো লুকে হাজির হতে দেখা যায়। কোথাও তিনি ধূসর রঙের স্লিম কাট স্যুটে, আবার কোথাও সাদা ঝকঝকে স্যুট পরে নাচের ভঙ্গিতে। এ ছাড়া তাকে দেখা গেছে সাদা পাঞ্জাবিতেও। প্রতিটি লুকেই ১৯৭০-এর দশকের ফ্যাশন ও স্টাইল নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে।মুক্তিযুদ্ধ-প্রেক্ষাপটে নির্মিত এই সিরিজে শুভর সঙ্গে অভিনয় করেছেন টালিউডের পরিচিত মুখ সৌরসেনি মিত্র। তিনি শুভর বিপরীতে গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন।প্রযোজনা সংস্থা...