সরকারি ক্রয় খাত সারা বিশ্বেই সবচেয়ে দুর্নীতিপ্রবণ। বাংলাদেশে তা নিয়ন্ত্রণহীন দখলদারত্বের হাতে নিমজ্জিত হয়েছে। আমলাতন্ত্র, ঠিকাদার ও রাজনৈতিক শক্তির যোগসাজশে সরকারি ক্রয় খাত নিয়ন্ত্রণহীন জিম্মি দশায় পরিণত হয়েছে। এমনকি ই-জিপির মাধ্যমে ডিজিটাইজেশন করা হলেও দুর্নীতি নিয়ন্ত্রণ করা যায়নি। বরং ত্রিপক্ষীয় আঁতাতে সরকারি ক্রয়ের বাজার দখল আরও প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে।এ কারণেই সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বিধিমালায় বড় ধরনের পরিবর্তন আসছে। খবরে প্রকাশ, ২০০৮ সালের পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালার (পিপিআর) জায়গায় আসছে নতুন ‘পিপিআর-২০২৫’। নতুন খসড়ায় ৯৪টি সংশোধনের পাশাপাশি যুক্ত হয়েছে ১২টি নতুন বিধি। বাতিল হয়েছে ৭টি বিধি। সংযোজন হয়েছে ৪টি নতুন তপশিল, সংশোধন হয়েছে আরও ৮টি। পাশাপাশি ১৮টি উপধারা বাতিল করে মোট ১৫৩টি বিধি নিয়ে দাঁড়িয়েছে নতুন কাঠামো। খসড়া বিধিমালা নিয়ে সাংবাদিকদের অবহিত করতে বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে...