সন্দেহ নেই, বৈশি^ক প্রেক্ষাপটে বর্তমানে বাংলাদেশের সনাতন সমাজব্যবস্থা, রাজনৈতিক অর্থনীতি, প্রাকৃতিক পরিবেশ এক ধরনের যুগসন্ধিক্ষণে অবস্থান করছে। বিশেষ কঠিন সময় পার করছে মানুষ ও প্রকৃতির মেলবন্ধন পরিস্থিতি। আস্থা-অনাস্থার অনুভব, জলবায়ুর পরিবর্তনের প্রেক্ষাপটে, প্রাকৃতিক পরিবেশ পরিবর্তনের টালমাটাল মোহনায় সবাই। জনগণের উপলব্ধিতে জমছে নিত্যনতুন বিস্ময়, অনির্বচনীয় সব আচার-আচরণ এবং পদ্ধতি প্রক্রিয়ার হরেক রকম উত্থান-পতন। একটা ঘটনার ঘনঘটা শেষ হতে না হতেই, আরেকটি ঘটনা নাটকীয়ভাবে হাজির হচ্ছে, ঘর ও বাইরের সব রাজনৈতিক অর্থনীতির প্রেক্ষাপটে। স্থান-কাল-পাত্রভেদে সবাই যাতে নাটকীয়তায় মেতে থাকে, তেমনভাবেই চলছে সাজানো সবকিছু। কূটকৌশল শাস্ত্রে এটিকে ‘স্বার্থজড়িত মূল বিষয় থেকে দৃষ্টি ফেরানোর উৎকৃষ্ট উপায়’ কিংবা বঙ্গীয় বাগধারায় যাকে ‘ঘোলা পানিতে মাছ শিকারের সুযোগ সৃষ্টির’ সঙ্গে তুলনা করা হয়। এই বিশাল ব্যাপক পরিবর্তনের পেছনে লাগসই প্রযুক্তির ব্যবহার-অপব্যবহার-অপপ্রয়োগ-অপপ্রয়াসের মাত্রাগত ওঠানামা যেমন গুরুত্বপূর্ণ হয়ে দেখা...