মোহাম্মদ আশরাফুলকে বাদ দিয়ে আমিনুল ইসলামকে অ্যাডহক কমিটির সদস্য করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন সামনে রেখে নতুন পরিপত্র দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সাধারণ পরিষদের কাউন্সিলর চূড়ান্ত করার জন্য কমিশনার ও জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে এনএসসি। যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে সেটা পুরোপুরি বিসিবির গঠনতন্ত্রের পরিপন্থি বলে ধারণা করছেন অনেকে। বলা হচ্ছে সরাসরি সরকারের হস্তক্ষেপ। যেখানে আইসিসির নির্দেশনা অনুযায়ী সরকার কোনো হস্তক্ষেপ করতে পারবে না। একই সঙ্গে কাল বিসিবি সভাপতি আমিনুল ইসলামকে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে অন্তর্ভুক্তি করা হয়েছে। জুলাইয়ের ৮ তারিখে এনএসসির ১১ জনের অ্যাডহক কমিটি ঘোষণায় দুই নম্বরে ছিলেন মোহাম্মদ আশরাফুল। গত সোমবার এনএসসি আরেকটি বিজ্ঞপ্তিতে মোহাম্মদ আশরাফুলকে বাদ দিয়ে আমিনুল ইসলামকে অ্যাডহক কমিটির সদস্য করেছে। আমিনুল এনএসসির মনোনীত পরিচালক হিসাবে বর্তমানে বিসিবির সভাপতি হয়েছেন।...