জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, ‘রাজাকার ট্যাগিং বাংলাদেশে আর চলবে না। কারণ এ রাজাকার ট্যাগিং ও নাতিপুতির রাজনীতির কারণে অনেককে ভারতে পালাতে হয়েছে। আর যারা নির্বাচনের আগে রাজাকার ট্যাগিং ব্যবহার করে পাস করতে চেয়েছে, তারাই এখন নির্বাচন বয়কট করা শুরু করেছে। এজন্য ট্যাগিংয়ের রাজনীতি, রাজনীতির নামে ট্যাগিং, রাজনীতির নামে বাসি স্লোগান এখন বাংলাদেশে এখন অচল।’ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর মডেল কলেজের হলরুমে রংপুর-৩ আসনের নির্বাচনী দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মাওলানা আবদুল হালিম বলেন, ‘তরুণরা এখন একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ চায়। তারা ন্যায়ভিত্তিক রাষ্ট্র ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চান। সেই বাংলাদেশ গড়ার জন্য ডা. শফিকুর রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণে জামায়াত সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাবে।’ তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ...