শিক্ষাজীবন হলো ভবিষ্যৎ জীবনের বীজ বপনের সময়। একটা সময় ছিল, যখন শুধু পড়ালেখা করলেই ভবিষ্যতে ভালো কিছু করা সম্ভব ছিল। কিন্তু আধুনিক যুগে তাল মেলাতে হলে পড়ালেখার পাশাপাশি বিভিন্ন দক্ষতা অর্জন করা অত্যন্ত জরুরি। শুধু পাঠ্যপুস্তক ও পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকলেই ভবিষ্যৎ সাফল্য নিশ্চিত হয় না এ কথা নতুন প্রজন্মের শিক্ষার্থীরা ভালোভাবে উপলব্ধি করছে। আধুনিক শিক্ষার্থী পড়ালেখার পাশাপাশি বহুমুখী দক্ষতাকেও সমান গুরুত্ব দিচ্ছে। কারণ চাকরি হোক বা আত্মকর্মসংস্থান সফল হতে প্রয়োজন বিভিন্ন দক্ষতা। যোগাযোগ দক্ষতা : প্রথমেই বলা যায়, যোগাযোগ দক্ষতার কথা। বন্ধু, শিক্ষক কিংবা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে বক্তৃতা দেওয়া, আলোচনায় যুক্ত হওয়া বা লিখনশৈলী উন্নত করা একজন শিক্ষার্থীকে আত্মবিশ্বাসী করে তোলে। শুধু বইয়ের জ্ঞান নয়, তা সঠিকভাবে প্রকাশ করার জন্য যোগাযোগ দক্ষতা অপরিহার্য। বর্তমান কর্মক্ষেত্রে প্রেজেন্টেশন, উপস্থাপন এবং...