বিশ্বসাহিত্যে যে কয়টি মহাকাব্য রচনাশৈলী, ব্যপ্তি ও গুরুত্বানুসারে অমর হয়ে আছে শাহনামা তার মধ্যে অন্যতম। শাহনামা শব্দের অর্থ রাজা-বাদশাদের কাহিনি। গজনীর বাদশা সুলতান মাহমুদ মহাকবি ফেরদৌসীকে ইরানের প্রাচীন ইতিহাস নিয়ে একটি মহাকাব্য রচনা করতে অনুরোধ করেন। এসব ইতিহাস ইরানের লোকসাহিত্যে মানুষের মুখে মুখে ফিরত। প্রাচীন এই ইতিহাসকে অমরতাদানের জন্যই তিনি মহাকবি ফেরদৌসীকে এই অনুরোধ করেন। ফেরদৌসী কবির প্রকৃত নাম নয়। তার প্রকৃত নাম আবুল কাসেম। গজনী থেকে অনেক দূরে তুস নগরে তার জন্ম। ফেরদৌসী (আবুল কাসেম) ছোটবেলা থেকেই ছিলেন প্রতিভাবান। মুখে মুখেই তিনি কবিতা রচনা করতে পারেন। তার রচিত সেসব কবিতা মানুষ পছন্দও করত ভীষণভাবে। কিন্তু শুধু প্রশংসা দিয়ে তো আর পেট ভরে না। ফেরদৌসী নিজে ছিলেন গরিব ঘরের সন্তান। তার কবিতার সমজদারও কেউ তেমন ধনী ছিলেন না। নিজের প্রতিভার...