কাজল, আইলাইনার, শিমার দিয়ে শুধু চোখ সাজানোর পরও থাকে মাসকারার ভূমিকা। চোখের পলক ঘন করতে মাসকারার জুড়ি নেই। মাসকারা ছাড়া ঘরোয়া উপায়ে চোখের পলক ঘন করতে পারেন। রোজের রূপচর্চার অন্যতম উপকরণ ক্যাস্টর অয়েল। অনেকেই ত্বকের পরিচর্যায় ক্যাস্টর অয়েল ব্যবহার করেন। ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ ক্যাস্টর অয়েল চোখের পাতা ঘন করতে সাহায্য করে। রাতে ঘুমোতে যাওয়ার আগে ক্যাস্টর অয়েল দিয়ে চোখের পাতায় লাগিয়ে নিন। সপ্তাহে ৩ দিন ব্যবহার করলে চোখের পাতা ঘন হবে। ভিটামিন ই রোজের স্কিন কেয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চোখের পাতা ঘন করতেও এই ভিটামিন ভীষণ উপকারী। তবে খেয়াল রাখতে হবে ভিটামিন ই যেন চোখে চলে না যায়। তাই বাড়তি সাবধানতা মেনে চলতে হবে। ভিটামিন ই চোখের পাতায় লাগিয়ে রাখুন। কিছু সময় পরে সাবধানে মুছে ফেলুন। ভিটামিন ই...