ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আনুষ্ঠানিকভাবে দখলকৃত পশ্চিম তীরে নতুন বসতি সম্প্রসারণ পরিকল্পনা এগিয়ে নিয়েছেন, যা ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে কার্যত অসম্ভব করে তুলবে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) পূর্ব জেরুজালেম সংলগ্ন ইসরায়েলি বসতি মাআলে আদুমিমে এক অনুষ্ঠানে তিনি এ প্রকল্পের চুক্তিতে স্বাক্ষর করেন।পরিকল্পনাটি পশ্চিম তীরকে প্রায় দুই ভাগে বিভক্ত করবে। নেতানিয়াহু অনুষ্ঠানে ঘোষণা দিয়ে বলেন, আমরা আমাদের অঙ্গীকার পূর্ণ করতে যাচ্ছি; কোনোদিনও ফিলিস্তিনি রাষ্ট্র হবে না। এই ভূমি আমাদের। আমরা এ শহরের জনসংখ্যা দ্বিগুণ করব। বর্তমানে ফিলিস্তিনের গাজা শহর পুরোটাই গুড়িয়ে দেওয়ার কাজ করছে ইসরায়েল। পশ্চিম তীরকেও পুরোপুরি মাটিতে মিশিয়ে দেওয়ার কাজও চলমান। এ কর্মকাণ্ড শেষ হলে ফিলিস্তিনের ভূমিতে নিজেদের শহর গড়ে তুলবে ইসরায়েল। এবং এটি নিয়ে একটি বৃহৎ প্রকল্প পরিকল্পনা করেছে দখললদাররা। প্রকল্পটির নাম ‘ইস্ট ১’ বা ‘ই-ওয়ান’। এটি ১২...