আজ ১২ সেপ্টেম্বর, শুক্রবার। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্রমতে, ভাগ্য মানুষের ‘ভাগ্য’ ফেরায়, ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা। দুই-ই সত্যি, যদি আপনি মানেন, জানেন। জেনে নিন আপনার আজকের রাশিফল। মেষ রাশিকুসঙ্গ থেকে দূরে থাকুন। লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে। বৃষ রাশিবাতের যন্ত্রণা বাড়তে পারে। কাজের ব্যাপারে ভাল যোগাযোগ হতে পারে। মিথুন রাশিভ্রমণের জন্য খরচ বাড়তে পারে। কোনও উঁচু স্থান থেকে পড়ে যেতে পারেন। কর্কট রাশিবাড়িতে চুরির আশঙ্কা, সাবধান থাকুন। দাম্পত্য কলহ নিয়ে যন্ত্রণা। সিংহ রাশিচাকরির স্থানে উন্নতির সুযোগ আসতে পারে। ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক। কন্যা রাশিকাজের চাপ বাড়তে পারে। শারীরিক কষ্টের কারণে কাজের সময় নষ্ট। তুলা রাশিব্যয় বাড়তে পারে। দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার। বৃশ্চিক রাশিকাজের ব্যাপারে...