ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন সফরকে কেন্দ্র করে সাজসজ্জার বিষয়ে পুলিশ ও স্থানীয় জনতার মধ্যে সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর চূড়াচাঁদপুরের পিয়ারসনমুন এলাকায় এ ঘটনা ঘটে। আগামী ১৩ সেপ্টেম্বর চূড়াচাঁদপুর সফর করবেন নরেন্দ্র মোদী। তার আগমন উপলক্ষে রঙিন ব্যানার, বিলবোর্ড, পতাকা ও আলোকসজ্জায় সাজানো হচ্ছে শহর। বিশেষভাবে সজ্জিত করা হচ্ছে পিয়ারসনমুন এলাকা, যেখানে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের একটি ঘাঁটি রয়েছে। ওই ঘাঁটির হেলিপ্যাডেই মোদীকে বহনকারী হেলিকপ্টার অবতরণ করবে। মোদীর সমাবেশও হওয়ার কথা চূড়াচাঁদপুরে। হেলিপ্যাড থেকে সমাবেশস্থলের দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার। ওই পুরো সড়কের দুইপাশ সেজেছে পতাকা ও রঙিন ব্যানারে। তবে বৃহস্পতিবার রাতে স্থানীয়দের একটি দল সাজসজ্জা ভাঙচুর শুরু করে। তারা একাধিক পতাকা ও ব্যানার উপড়ে ফেলে। বিষয়টি আঁচ করতে পেরে ঘটনাস্থলে ছুটে...