বাবা মহেশ মাঞ্জরেকর মারাঠি ও বলিউডের খ্যাতনামা অভিনেতা ও নির্মাতা। সেই সূত্রেই মারাঠি ছবি ‘কাকস্পর্শ’–এ শিশুশিল্পী হিসেবে সাইয়ের প্রথম অভিনয়। এরপর ২০১৯ সালে বলিউড সুপারস্টার সালমান খানের বিপরীতে নায়িকা হয়ে বড় পর্দায় আত্মপ্রকাশ। ‘দাবাং ৩’ ছবিতে ‘খুশি চাউতেলা’ চরিত্রে অভিনয় করে মাত্র ১৭ বছর বয়সেই বলিউড পাড়ায় সাড়া ফেলে দেন সাই মাঞ্জরেকর। তবে সালমানের মতো তারকাকে নায়ক হিসেবে পাওয়ার পরও সাইয়ের বলিউড যাত্রা খুব একটা জমেনি। ছয় বছরের ক্যারিয়ারে হাতে গোনা কয়েকটি ছবি মাত্র। তাই ধীরে ধীরে বলিউডের পাশাপাশি দক্ষিণ ভারতীয় সিনেমাতে নিজের অবস্থান গড়ে তুলতে চাইছেন তিনি। সর্বশেষ তাঁকে তেলেগু ছবি ‘অর্জুন সন অব বিজয়ান্তি’–তে দেখা গেছে। সম্প্রতি নিজের অবস্থান ও পরিকল্পনা নিয়ে সংবাদমাধ্যমে বিবৃতি দিয়েছেন সাই। বিবৃতিতে বলিউড ও দক্ষিণী সিনেমার পার্থক্য নিয়ে সাই বলেন, ‘ব্যক্তিগতভাবে আমার বিশ্বাস,...