আব্দুল কাদের অভিযোগ করেন, হামলার ঘটনার পর মামলা হলেও একটি পক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। একই সঙ্গে তাকে ও তার সহযোদ্ধাদের হত্যার হুমকি দিচ্ছে।সংবাদ সম্মেলনে আব্দুল কাদের আরও বলেন, ‘আমরা যারা দুঃসময়ে জীবন বাজি রেখে রাজপথে আন্দোলন করেছি, আজ তারাই সন্ত্রাসীদের হাতে অবরুদ্ধ। এটি শুধু আমার ব্যক্তিগত সমস্যা নয়, দলের অস্তিত্ব রক্ষার সঙ্গে জড়িত। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হোক।’সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জি এম সালাউদ্দিন কাদের আসাদ, চকবাজার থানা ছাত্রদলের আহ্বায়ক আলাউদ্দিন আলো, যুগ্ম আহ্বায়ক মো. হামিদ, আব্দুল আজিজ, সদস্য আশিক ও আবিদ আব্দুল্লাহ তাকরিম উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে আব্দুল কাদের আরও বলেন, ‘আমরা যারা দুঃসময়ে জীবন বাজি রেখে রাজপথে আন্দোলন করেছি, আজ তারাই সন্ত্রাসীদের হাতে অবরুদ্ধ। এটি শুধু আমার ব্যক্তিগত সমস্যা নয়, দলের...