ভারতীয় চলচ্চিত্রের পরিচিত মুখ তামান্না ভাটিয়া পূর্ণ করলেন তার অভিনয় ক্যারিয়ারের ২০ বছর। দুই দশকের দীর্ঘ এ পথচলায় তিনি নিজেকে প্রমাণ করেছেন একজন বহুমুখী এবং প্রতিভাবান অভিনেত্রী হিসেবে। ‘বাহুবলি: দ্য বিগিনিং’ , ‘বাহুবলি ২: দ্য কনক্লুশন’ , ‘জেলার’ এবং সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘স্ত্রী ২’ চলচ্চিত্রগুলোয় তার অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।তামান্না জানিয়েছেন, তার ক্যারিয়ার শুধু গ্ল্যামার বা সাফল্যের গল্প নয়। এটি ছিল চ্যালেঞ্জ, ধৈর্য এবং আত্মবিশ্বাসের এক দীর্ঘ যাত্রা। দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘কেবল ভালো মানুষ বলেই কেউ আপনাকে কাজ দেয় না। মানুষ আপনাকে কাজ দেয় যখন আপনি কিছু নিয়ে আসেন, যা গল্প বা চরিত্রকে সমৃদ্ধ করে। নিজের ভাবনা প্রকাশ করতে সাহস দেখাতে হবে।’এ সময় পুরুষ প্রাধান্য চরিত্র নিয়েও কথা বলেন তিনি। তিনি বলেন, ‘আমি তাদের...