জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল। পুনরায় নির্বাচনের দাবিতে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবন, পরিবহণ চত্বর হয়ে চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়। অপরদিকে রাতভর চলে ভোট গণনা। এসময় মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা ‘প্রহসের জাকসু, মানি না মানবো না’, ‘জিয়ার সৈনিক, এক হও লড়াই করো’, ‘বয়ক বয়কট, জাকসু বয়কট’ ইত্যাদি স্লোগান দেন। ছাত্রদলের নেতাদের দাবি, ভোট প্রক্রিয়ায় আঙুলে কালির দাগ না থাকা, ভোটার তালিকায় ছবি না থাকা, অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো ও বিভিন্ন কেন্দ্রের অব্যবস্থাপনা নির্বাচনের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে। এসব অনিয়মের প্রতিবাদে তারা দ্রুত সুষ্ঠু ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় পুনরায় নির্বাচনের দাবি জানান। মিছিল শেষে জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক...