ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর থানা এলাকায় এমন ছিনতাইয়ের ঘটনা ঘটছে অহরহ। সম্প্রতি মোহাম্মদপুর থানা এলাকায় ছিনতাইকারী সন্দেহে কয়েকজনকে পিটিয়ে হত্যাও করা হয়েছে। পুলিশ বলছে, অপরাধ দমনে কাজ করছে তাঁরা।চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত নানা অপরাধের রাজধানীর ৫০ থানায় মামলা হয়েছে ১০ হাজার ৫৩১টি। এসব মামলায় গ্রেপ্তার হয়েছে ২৪ হাজার। ডিএমপির পরিসংখ্যান বলছে, তেজগাঁও বিভাগের ছয় থানায় (তেজগাঁও থানা, তেজগাঁও শিল্পাঞ্চল থানা, আদাবর থানা, শেরে বাংলা নগর থানা, মোহাম্মদপুর থানা ও শ্যামলী থানা) ছিনতাই-ডাকাতির মামলা হয়েছে ৬৮টি। মতিঝিলের সাত থানায় (মতিঝিল মডেল থানা, পল্টন মডেল থানা, খিলগাঁও মডেল থানা, সবুজবাগ থানা, রামপুরা থানা, মুগদা থানা ও শাজাহানপুর মডেল থানা) চুরির মামলা হয়েছে ২৪৯টি। আর নারী নির্যাতন সবচেয়ে বেশি মিরপুর বিভাগে। এমন ঘটনায় করা মামলার সংখ্যা ১৫৭টি। অপহরণ...